।। ডেস্ক রিপোর্ট।।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সোমবার বিকেলে এ সিদ্ধান্ত জানানো হয়। আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে শোক পালন করা হবে।
শোক দিবসের কর্মসূচি, সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোতেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। সকল ধর্মীয় উপাসনালয়ে নিহত ও আহতদের রুহের মাগফিরাত ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
দুর্ঘটনায় দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন আহত এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনাকে “জাতীয় ট্র্যাজেডি” আখ্যা দিয়ে সরকার শোক প্রকাশ করেছে। প্রশিক্ষণ বিমানটি কীভাবে নিয়ন্ত্রণ হারালো এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি ছিল কিনা—তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।