All Bangla News

লাল চাঁদ হত্যায় সরকারের নীরবতা উদ্বেগজনক: বিএনপি

abn
abn

।। ডেস্ক রিপোর্ট।।  
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্য ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ) হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে। আজ সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল জানান, এই হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানে বিএনপি একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠন করেছে। তিনি বলেন, “আসন্ন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে বিশেষ মহল এই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।”

গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লাল চাঁদকে হত্যা করা হয়। এ ঘটনায় বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মী জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি উঠেছে।

বিএনপি নেতা বলেন, “পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। এত লোক ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কোনো প্রতিরোধ না হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।” তিনি আরও দাবি করেন, ৯ জুলাইয়ের ঘটনা ১১ জুলাই জুমার পর ইন্টারনেটে ছড়ানো হয়েছিল, যেখানে আগে থেকে তৈরি ফটোকার্ড ব্যবহার করা হয়।

মির্জা ফখরুল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “অপরাজনীতি প্রতিহত করতে সরকারের উদাসীনতা উদ্বেগজনক। রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে গণতন্ত্রের পথে বাধা তৈরি করা হচ্ছে।”

তিনি জোর দিয়ে বলেন, “ব্যক্তির অপরাধের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তবে হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য প্রদানের তীব্র নিন্দা জানিয়ে ফখরুল বলেন, “এ ধরনের ভাষা রাজনৈতিক সংস্কৃতিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ অনেকে।