All Bangla News

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, তবে নৌকা প্রতীক থাকবে: ইসি

abn
abn

।। ডেস্ক রিপোর্ট।।  
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তফসিলে নৌকা প্রতীক আপাতত বহাল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) দাবি করা শাপলা প্রতীক অন্তর্ভুক্ত হচ্ছে না বলে স্পষ্ট করেছেন তিনি।

ইসি মাছউদ রোববার সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও প্রতীক তফসিল থেকে নৌকা প্রতীক এখনই বাদ দেওয়া হচ্ছে না। প্রতিটি নিবন্ধিত দলের জন্য ইসি একটি করে প্রতীক সংরক্ষণ করে। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতীক বাতিলের সুযোগ নেই।”

এনসিপির শাপলা প্রতীক চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। কিন্তু ইসির বর্তমান তফসিলে শাপলা নেই, তাই এটি এখন অন্তর্ভুক্ত হবে না। যদি এনসিপি নিবন্ধিত দল হিসেবে স্বীকৃতি পায়, তখন বিষয়টি পর্যালোচনা করা হবে।”

এদিন এনসিপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানায়। তবে ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত তাদের এ দাবি মানা হচ্ছে না।