All Bangla News

বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বর্ষণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকাসহ অন্তত ২০টি জেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুর্ভোগ বেড়েছে আরও বহুগুণ। বাড়ছে নদনদীর পানি, ডুবে গেছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। আর পরিস্থিতির অবনতির কারণে তিনটি শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রাজধানী ঢাকায় টানা বৃষ্টির ফলে মিরপুর, কাজীপাড়া, খিলগাঁও, মালিবাগ, বনানী, বাড্ডা, নিকেতনসহ অনেক এলাকায় রাস্তায় পানি জমেছে। খোঁড়াখুঁড়ির কাজ, ড্রেনেজ সমস্যাসহ অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতা আরও দীর্ঘস্থায়ী হচ্ছে। অফিসযাত্রী ও শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও কুমিল্লা মহানগরীতেও জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ, জিইসি, কাতালগঞ্জ, হালিশহর এলাকায় হাঁটু পানি জমে গেছে। পাহাড়ি এলাকায় ধসের শঙ্কা থাকায় কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, শরীয়তপুর, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতে শত শত গ্রাম প্লাবিত হয়েছে। ফেনীর মুহুরী, কহুয়া নদীর বাঁধে ১৭টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। নোয়াখালীর মাইজদী শহর প্রায় পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। লক্ষ্মীপুর ও মোংলায় ঘর, সড়ক, বিদ্যালয় পানিতে তলিয়ে গেছে।

রাঙামাটির লংগদু ও খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলের কারণে গ্রামীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবানের লামায় পাহাড় ধসে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বন্যা পরিস্থিতির অবনতির কারণে আজ বৃহস্পতিবার কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বান্দরবানে – ২৭১ মিলিমিটার। সতর্ক সংকেত হিসেবে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।