।। আন্তর্জাতিক ডেস্ক ।।
উত্তর ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে সোমবার (৩০ জুন) রাতে দুইটি রকেট হামলা ঘটে। এ ঘটনায় দুইজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হন। একই সময় কিরকুক শহরের একটি আবাসিক ভবনেও আরেকটি রকেট আঘাত হানে, ফলে ওই স্থাপনায় কিছুটা ক্ষতি হয়। এএফপির বরাতে এ তথ্য জানিয়েছেন আরব নিউজ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, বিমানবন্দরের সামরিক অংশে কাতিউশা টাইপের দুটি রকেট নিক্ষেপ করা হলেও এর একটি বিস্ফোরিত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত রকেটগুলোর উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, কিরকুক বিমানবন্দরের এই অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং ইরানপন্থী আধাসামরিক বাহিনীর জোট ‘হাশেদ আল-শাবি’র ঘাঁটি রয়েছে। বর্তমানে এই বাহিনী দেশটির নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গেও একীভূত। তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইরাকের ভূখণ্ড দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও গোষ্ঠীগত সংঘাত, ড্রোন ও রকেট হামলার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এসব হামলার পেছনে প্রায়শই বিদেশি শক্তির প্রক্সি যুদ্ধ জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে কয়েক দশক ধরে চলা সহিংসতা ও অস্থিরতার পর সাম্প্রতিক সময়ে দেশটি কিছুটা স্থিতিশীলতার আভাস পেয়েছে।
এর আগে গত সপ্তাহে, ইরান-ইসরায়েল সংঘাত থেমে যাওয়ার কয়েক ঘণ্টা আগে, বাগদাদ ও দক্ষিণ ইরাকের দুটি সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে অজ্ঞাত ড্রোন হামলা হয়। ঘটনার পর ইরাকি সরকার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কোনো অপরাধী শনাক্ত করা যায়নি।