All Bangla News

বাংলাদেশ সফর স্থগিত, ভারতের সিরিজ অনিশ্চিত

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
আগস্টে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলার কথা ছিল ভারতের। বিসিসিআইর অনুমোদন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে সূচিও ঘোষণা করেছিল। তবে নির্ধারিত সময়ে এই সিরিজ আর হচ্ছে না।

দ্বিপক্ষীয় এই সিরিজটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে ভারত। বিকল্প সময় হিসেবে নভেম্বর অথবা আগামী বছরের কোনো এক সময়ের কথা বিবেচনায় রয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

বিসিবির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্রিকেট পরিচালনা বিভাগকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ রেখে নতুন সূচি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

আগস্টের ১৮ থেকে ৩১ তারিখের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন গুঞ্জনে বলা হচ্ছে, নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণেই সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। যদিও বিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, ‘বিসিসিআই-এর সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। তারা সিরিজের বিষয়ে সরকারের কাছ থেকে ছাড়পত্রের অপেক্ষায় আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আগস্ট বা সেপ্টেম্বরেই সিরিজ আয়োজন করবো, এমন নয়। আলোচনায় এসেছে কীভাবে আমরা এটি আয়োজন করতে পারি। যদি এখন না পারি, তাহলে সুবিধাজনক অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজন করবো।’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *