নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে নবীন নারী শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা সামগ্রী উপহার দিয়ে বরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৩০ জুন) সকালে হলে আগত শিক্ষার্থীদের এভাবে শুভেচ্ছা জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।
ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানার নেতৃত্বে নেতাকর্মীরা হলের মূল ফটকে উপস্থিত থেকে নবাগতদের স্বাগত জানান।
বরণ অনুষ্ঠান উপলক্ষে নবীন শিক্ষার্থীরা ছাত্রদলের এমন উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। ছাত্রী নেত্রীরা নবাগতদের উদ্দেশে বলেন, শিক্ষা জীবনে যেকোনো প্রয়োজন বা সমস্যায় তারা পাশে থাকবেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন।