All Bangla News

গুম-খুনে শেখ হাসিনাসহ জড়িতদের বিচার চাইলেন সালাহউদ্দিন

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেন তিনি।

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ জানান, গুম ও খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যক্রম না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। যারা গ্রেফতার হয়েছেন, তাদের শাস্তি এবং যারা পলাতক, তাদের খুঁজে বের করার দায়িত্ব কমিশনের।”

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ গুমে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “এই সরকারের দায়িত্ব সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। পাশাপাশি দেশ থেকে গুম-খুনের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।”

নিজের গুম হওয়ার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি। ২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায়। ৬১ দিন পর আমাকে আরেকটি দেশে পাচার করা হয়। এ সময় আমাকে যে রুমে রাখা হয়েছিল, সেই রুমের বিবরণসহ বিস্তারিত তথ্য আমি কমিশনকে জানিয়েছি।”

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *