All Bangla News

৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সারা দেশে ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল, নাগরপুর ও কালিহাতী টিটিসিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কোর্সটির উদ্বোধন করেন তিনি। পরে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন আসিফ নজরুল।

ফেসবুক পোস্টে তিনি জানান, দেশের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কম্পিউটার, গ্রাফিক্স ও ওয়েব ডিজাইন বিষয়ে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে প্রথম বলে উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, “দক্ষ মানবসম্পদ ছাড়া বিদেশের শ্রমবাজারে ভালো করা সম্ভব নয়। এটিই গড়ে তোলার একটি প্রাথমিক ধাপ। যারা এই কোর্সে ভালো করবেন, ভবিষ্যতে তাদের উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে।”