All Bangla News

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা আজ

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট আজ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে পূর্ব-ধারণকৃত বাজেট বক্তৃতা প্রচার করা হবে।

নতুন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যবসা সহজীকরণ, আর্থিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজেট হবে বাস্তবায়নযোগ্য ও সময়োপযোগী। রাজস্ব নীতিতে মুদ্রানীতির সঙ্গে সমন্বয় করা হবে এবং সংস্কার কমিশন ও টাস্কফোর্সের সুপারিশ প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।

বাজেটের আকার আগের বছরের তুলনায় ০.৮৭ শতাংশ কমিয়ে ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বাজেট ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার কোটি এবং রাজস্ব বাজেট ২৮ হাজার কোটি টাকা বাড়িয়ে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা করা হবে।

এতে বেতন-ভাতা, ভর্তুকি ও প্রণোদনার জন্য বড় অঙ্কের বরাদ্দ থাকবে। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর সম্ভাবনাও রয়েছে। মুদ্রাস্ফীতি কমিয়ে ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হতে পারে, যা চলতি বছরের তুলনায় বেশি। বাজেট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশের নিচে।

উন্নয়ন বাজেটে নতুন কোনো মেগা প্রকল্প না রেখে চলমান মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যার অর্থায়ন করছে জাপান। সরকার অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণের বোঝা না বাড়িয়ে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জনের দিকে গুরুত্ব দিচ্ছে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *