All Bangla News

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

নুসরাত ফারিয়ার পক্ষে আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন সাংবাদিকদের জানান, সকালে জামিনের আবেদন করা হলে আদালত শুনানি নিয়ে সেটি মঞ্জুর করেন। তিনি আরও বলেন, মামলায় উল্লিখিত ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

এর আগে, গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন সোমবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে এনামুল হক (৩৫) গুলিবিদ্ধ হন। পরে তিনি ৩ মে ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেন। মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলা দায়েরের দুই সপ্তাহ পর ফারিয়াকে গ্রেপ্তার করা হয়।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *