।। নিউজ ডেস্ক ।।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের গোপনে জারি করা নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা শুরু করেছেন তিন দিনের কলমবিরতি। বুধবার (১৪ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে দেশের রাজস্ব ব্যবস্থাপনা কার্যত অচল হয়ে পড়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের মূল কার্যালয়সহ ঢাকার কাস্টমস হাউস, কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও সারাদেশের শুল্ক স্টেশনগুলোতে দেখা গেছে—কর্মীরা উপস্থিত থাকলেও তারা কাজ করছেন না। অনেক অফিসের দরজায় টানানো ‘কলমবিরতি চলছে’ সাইনবোর্ডে কর্মবিরতির বার্তা স্পষ্ট।
সরকারের জারি করা নতুন অধ্যাদেশ অনুযায়ী, এনবিআর বিলুপ্ত করে গঠন করা হয়েছে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’। এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার পরামর্শক কমিটি ও স্টেকহোল্ডারদের মতামত একেবারেই বিবেচনায় নেয়নি।
আন্দোলনকারীদের নেতৃত্বদানকারী সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ সদস্য সচিব অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু বলেন, “সরকার যে পরামর্শক কমিটি করেছিল, তাদের সুপারিশ কখনো প্রকাশ করা হয়নি। ফলে কার সুপারিশে বা কী ভিত্তিতে এনবিআর বিলুপ্ত করা হলো, তা আমরা জানি না।”
আন্দোলনকারীরা বলছেন, এই আন্দোলন এনবিআরের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নয়, বরং একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও কার্যকর সংস্কার প্রক্রিয়ার দাবিতে।
তিন দিনের কর্মসূচি অনুযায়ী, ১৪ মে কলমবিরতি পালন হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, ১৫ ও ১৭ মে হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রপ্তানি ও বাজেট সংশ্লিষ্ট কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ১৭ মে বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।