All Bangla News

রোহিঙ্গাদের জন্য উপহার পাঠাল চীন

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া পাঁচ হাজার রোহিঙ্গার জন্য উপহারসামগ্রী পাঠিয়েছে চীন সরকার। মঙ্গলবার (১৩ মে) দুপুরে কক্সবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার হস্তান্তর করা হয়।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন উপহারসামগ্রী তুলে দেন রেড ক্রিসেন্টের পরিচালক মিজানুর রহমানের হাতে। এ সময় লিউ ইউয়িন বলেন, “রোহিঙ্গা সংকট সমাধানে চীন সবসময় বাংলাদেশের পাশে রয়েছে এবং এই ইস্যুতে সহযোগিতা অব্যাহত থাকবে। প্রত্যাবাসনের ক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত ৫০ বছর ধরেই স্থিতিশীল রয়েছে। আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রেক্ষাপট যেভাবেই পরিবর্তিত হোক না কেন, দুই দেশের সম্পর্ক কখনও দুর্বল হয়নি।”

রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, চীনের দেওয়া উপহারসামগ্রীর মধ্যে রয়েছে—সেলাই মেশিন, লুঙ্গি, পাঞ্জাবি, চেয়ার, থ্রি-পিস, ওড়না, থামি, স্যান্ডেলসহ নানা রকমের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী। রেড ক্রিসেন্ট জানায়, এসব উপহার ৫০০ পুরুষ, ৫০০ নারী এবং ৪ হাজার শিশুর মাঝে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট কক্সবাজার অঞ্চলের পরিচালক আকরাম আলী খান, প্রোগ্রাম ম্যানেজার কেরামত আলী, চীনা দূতাবাস ও রেড ক্রিসেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *