All Bangla News

আইএমএফ ঋণ কর্মসূচিতে বাংলাদেশ অগ্রগামী, জুনে মিলছে তৃতীয় কিস্তি

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক একটি বার্তা নিয়ে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি অর্থবছরে অনুমোদিত ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের অংশ হিসেবে আগামী জুন মাসে তৃতীয় কিস্তি হিসেবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে কয়েক দফা আলোচনার পর আইএমএফ-এর সঙ্গে ঋণ ছাড় সংক্রান্ত বিষয়ে ইতিবাচক সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

মঙ্গলবার (১৩ মে) ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ নামক একটি নতুন ব্যবস্থা চালু করেছে। শুরুতে এই পদ্ধতি নিয়ে আইএমএফ কিছু প্রশ্ন তুললেও পরবর্তীতে তারা তা মেনে নেয়। ফলে নির্ধারিত শর্তপূরণের ভিত্তিতে জুন মাসেই তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের সিদ্ধান্ত এসেছে।

এই বিষয়ে আগামী বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে আইএমএফ-এর সঙ্গে চূড়ান্ত চুক্তি ও ঋণ ছাড়ের ঘোষণা আসবে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং তিনি দুবাই থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হবেন।

অর্থনীতিবিদদের অভিমত, আইএমএফ-এর এই কিস্তি ছাড় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক মহলে দেশের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আস্থা জোরদার করবে। একইসঙ্গে অভ্যন্তরীণ বিনিয়োগ পরিবেশেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশকে তিন বছরের জন্য একটি ঋণ সহায়তা কর্মসূচির অনুমোদন দেয়। এর আওতায় ইতিমধ্যে দুটি কিস্তির অর্থ ছাড় করা হয়েছে। আসন্ন তৃতীয় কিস্তি ছাড়ের মাধ্যমে বাংলাদেশ এখন পর্যন্ত মোট ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ গ্রহণ করতে যাচ্ছে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *