All Bangla News

পাবনায় চরমপন্থি নেতা বাবুল শেখকে গুলি ও কুপিয়ে হত্যা

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
পাবনা সদর উপজেলায় বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল শেখ ওই গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এম-এল) লাল পতাকার সক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল শেখ প্রতিদিন রাতে গ্রামের একটি ছোট বাজারের চায়ের দোকানে বসতেন এবং কলা ও বিস্কুট খেতেন। ঘটনার রাতে তিনি দোকান থেকে কিছু না খেয়েই বের হয়ে আমবাগানের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে চাপাতি দিয়ে বাবুলের মুখে একাধিক কোপ দেয় এবং পরে পিঠে গুলি করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি এবং আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চরমপন্থি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *