All Bangla News

জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ

abn
abn

।। নিউজ ডেস্ক।।
জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে দলটির নিবন্ধন বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (১২ মে) নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দেবে গণঅধিকার পরিষদ। রোববার (১১ মে) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের কিছু অথর্ব উপদেষ্টা নমনীয়তা দেখাচ্ছেন। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যারা আওয়ামী লীগের পুনর্বাসনে ভূমিকা রাখছেন, তাদের চিহ্নিত করতে হবে।”

গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, “অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে ড. মুহাম্মদ ইউনূসকে শক্তিশালী করা জরুরি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আমরা জাতীয় সংলাপের আহ্বান জানাচ্ছি। এরপর চট্টগ্রাম বন্দর ও করিডর নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এবং প্রশাসনিক সংস্কার ছাড়া জনগণের আস্থা ফিরবে না।”

দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, “সরকার যদি আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে সেটি প্রশংসনীয়। তবে দ্রুততম সময়ে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। চূড়ান্ত নিষিদ্ধ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গণঅধিকার পরিষদ।”

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *