All Bangla News

পাকিস্তান সফর অনিশ্চিত, আরব আমিরাত মিশনে প্রস্তুত টাইগাররা

abn
abn

।। নিউজ ডেস্ক।।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড়সড় প্রস্তুতির পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার মূল অংশ ছিল পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচের একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। তবে হঠাৎ করেই ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এশিয়ান ক্রিকেটে বড় ধাক্কা নিয়ে এসেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতে।

চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। প্রাথমিক সূচি অনুযায়ী, ২১ মে পাকিস্তানে পৌঁছে ২৫ মে, ২৭ মে, ৩০ মে, ১ জুন ও ৩ জুন এই পাঁচ দিনে পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল। সেই লক্ষ্যকে সামনে রেখে অনুশীলনও শুরু হয়েছিল দলটির। তবে বর্তমান রাজনৈতিক উত্তেজনার কারণে সিরিজটি এখন হুমকির মুখে।

বিসিবি সূত্রে জানা গেছে, সফরটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও গতকাল শনিবার বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়, তবুও পাকিস্তান সফর নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

বিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘আসন্ন পাকিস্তান সফর নিয়ে দুই বোর্ডের মাঝে আলোচনা চলমান আছে। বিসিবি জোর দিয়ে জানাচ্ছে যে খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্তই সতর্কতার সাথে নেয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করবে।’

এদিকে পাকিস্তান সফরের পূর্ব প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচও নির্ধারিত ছিল। যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিরিজটিও বাতিল হওয়ার আশঙ্কা করা হচ্ছিল।

তবে এ বিষয়ে আশার কথা জানিয়েছে বিসিবি। তারা স্পষ্ট করেছে যে, আরব আমিরাত সফর পূর্বনির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে। ‘আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ ও পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দল পূর্বনির্ধারিত সূচিতেই সংযুক্ত আরব আমিরাত সফর করবে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে, যা আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।’

আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর মাধ্যমে বিশ্বকাপের আগে অন্তত কিছু ম্যাচ অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা। বর্তমান সংকটে পাকিস্তান সফর অনিশ্চিত হলেও মরুর দেশে খেলতে নামার মধ্য দিয়ে প্রস্তুতির ধারা বজায় রাখতে চায় বাংলাদেশ দল। বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখছে বিসিবি।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *