।। নিউজ ডেস্ক।।
পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন ‘প্রচ্ছায়া লিমিটেড’-এর সঙ্গে সংশ্লিষ্ট আট জন পরিচালকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা দেশ ত্যাগের চেষ্টায় রয়েছেন—এমন বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে আবেদন করেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, কন্যা বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম এবং তাদের দুই কন্যা শেহতাজ মুন্নাসী খান ও পারিজা পাইনাজ খান।
দুদকের আবেদনে বলা হয়, রূপপুর পারমাণবিক প্রকল্পের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি অনুসন্ধান চলছে, যা বর্তমানে কমিশনের ৭ সদস্যের একটি বিশেষ টিমের আওতায় রয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায়, অভিযুক্তদের দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে উল্লেখ করা হয়।
দুদক আদালতকে জানায়, তাদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায়, দেশে থেকে সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা প্রয়োজন।