।। নিউজ ডেস্ক।।
রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৮ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সহকারী পরিচালক মো. মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
প্রথম মামলায় এনামুল হকের বিরুদ্ধে ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার ২২টি ব্যাংক হিসাবে ২,২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়েও অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
এদিকে দ্বিতীয় মামলায় এনামুল হকের স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তার দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।