All Bangla News

আশুলিয়া হত্যা: দুই আসামি শনাক্ত, দ্রুত গ্রেফতার আশ্বাস

abn
abn

।। নিউজ ডেস্ক।।
ঢাকার আশুলিয়ায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে। তদন্ত সংস্থা জানায়, হত্যার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের কাজও দ্রুত এগোচ্ছে।

সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। তাদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। বাকিদের শনাক্ত করতেও আমরা কাজ করে যাচ্ছি।”

অ্যাডভোকেট মিজানুল ইসলাম আরও জানান, আশুলিয়া হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৫ মে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। একইদিনে জুলাই-আগস্ট মাসের যাত্রাবাড়ী ও রামপুরাসহ আরও তিনটি গণহত্যার মামলার শুনানিও অনুষ্ঠিত হয়। শুনানিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হাজির করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন আশুলিয়ায় ভয়াবহ এক হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ছয়জনের নিথর দেহ একটি গাড়িতে তুলে পুলিশ সদস্যরা তাতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে। তদন্ত সংস্থা জানায়, সেসময়ও একজন জীবিত ছিলেন, তাকেও আগুনে পুড়িয়ে মারা হয়। সেই বিভীষিকাময় ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।

সম্প্রতি, মামলার তদন্তের শেষ পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা গেছে, লাশ পোড়ানোর আগে নিহতদের গুলি করে হত্যা করা হয়েছিল। তদন্ত সংস্থার মতে, এই ফুটেজ মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এসব মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা আরও তিন মাস বাড়ানো হয়েছে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *