।। নিউজ ডেস্ক।।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচি পালন করেছেন মোটরসাইকেলচালকেরা। ‘মটো ক্লাব ৯৮’–এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে তাঁরা রাজধানীর প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান।
মোটরসাইকেলচালকেরা বলেন, প্রতিবন্ধী ও বৃদ্ধ ব্যক্তিদের ব্যতিক্রম হিসেবে বিবেচনা করে তাঁদের জন্য এই রিকশা চালানোর অনুমতি দেওয়া যেতে পারে। পাশাপাশি উল্টো পথে অটোরিকশা চলাচল বন্ধেরও দাবি তোলেন তাঁরা। মোটরসাইকেলচালকদের মতে, প্রয়োজনে আইন প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশা ও এর চালকদের মোটরসাইকেলের মতো শৃঙ্খলার আওতায় আনা উচিত।
‘মটো ক্লাব ৯৮’–এর সদস্য মো. রাসেল বলেন, ‘সড়কে অটোরিকশাগুলোর দৌরাত্ম্য বন্ধ হওয়া প্রয়োজন। গত সপ্তাহে বনানীর ১১ নম্বর সড়কে এক বাইকারের ওপর রিকশাচালকেরা জঘন্যভাবে হামলা চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, রিকশাচালকদের জীবিকা রক্ষিত হোক। তবে তা যেন সুনির্দিষ্ট নীতিমালার আওতায় হয়, যেন সড়কে শৃঙ্খলা বজায় থাকে।’
আরেক সদস্য মুশফিকুর রহিম বলেন, ‘বর্তমানে ব্যাটারিচালিত রিকশা সড়কে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। চালকেরা ইচ্ছামতো যত্রতত্র রিকশা চালাচ্ছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।’ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার বিষয়ে দ্রুত কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।