All Bangla News

ইস্টার সানডে আজ: খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব

abn
abn

।। নিউজ ডেস্ক।।
খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস আজ রোববার (২০ এপ্রিল) পালিত হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন, যা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের ঘটনা।

খ্রিষ্টান ধর্মমতে, ‘পুণ্য শুক্রবার’ বা গুড ফ্রাইডেতে ইহুদি শাসকগোষ্ঠী যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিনে (রোববার) তিনি পুনরুত্থিত হন, যা ‘ইস্টার সানডে’ নামে পরিচিত। এই দিনে যিশু মানবজাতির পাপ মুক্ত করেন বলে বিশ্বাস করা হয়।

ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিষ্টান সম্প্রদায় ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টার সানডের চেতনা বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে।”

আজ সকালে ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ (মিরপুর ১০ নম্বর), কাকরাইল ও তেজগাঁও ক্যাথলিক চার্চ মিশনসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রার্থনাসংগীত, বাইবেল পাঠ, আশীর্বাদ বিতরণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হবে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *