All Bangla News

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

abn
abn

।। নিউজ ডেস্ক।।
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ (বিএজেপি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বনানীতে শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।

দলের আহ্বায়ক হিসেবে থাকছেন রফিকুল আমীন। আর গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্যের পদ থেকে পদত্যাগ করে আসা ফাতিমা তাসনিম পেয়েছেন সদস্য সচিবের দায়িত্ব। প্রতিষ্ঠাকালীন অনুষ্ঠানে দলের ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়।

বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত। জাতীয় সঙ্গীত শেষে শুভেচ্ছা বক্তব্য দেন রফিকুল আমীন। এ সময় তিনি দলের নাম ঘোষণা করেন।

রফিকুল আমীন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত আত্মপরিচয় ও স্বাধীনতা, সর্বোপরি বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, লক্ষ লক্ষ শহীদের অভিপ্রায়ে সাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারী স্বৈরাচার শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অন্তর্ভুক্তিমূলক শাসন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আ-আমজনতা পার্টি প্রতিষ্ঠিত হলো।

তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরেও দেশের মানুষ আজও বঞ্চনা, বৈষম্য ও দুর্নীতির সঙ্গে লড়াই করছে। এই বাস্তবতায় মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের দল জনগণের পাশে দাঁড়াতে চায়।”  দলটি সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, ডিজিটাল প্রশাসন, অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিরুৎসাহিত করার মতো সময়সাপেক্ষ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই কাজ শুরু করবে।

উল্লেখ্য, ডেসটিনি গ্রুপের পাশাপাশি মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৫ জানুয়ারি তিনি কারামুক্ত হন।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *