।। নিউজ ডেস্ক।।
সোমবার ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে জমায়েত হয়ে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। একইভাবে, বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে এই কর্মসূচিতে অংশ নেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে স্লোগান দেন। তারা ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানান এবং বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনও ফিলিস্তিনের পক্ষে এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে। গত রবিবার রাত থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসনও ফিলিস্তিনিদের সমর্থনে নোটিশ জারি করেছে।
এদিকে, ছাত্রদল আগামী মঙ্গলবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা অবিলম্বে বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে।