All Bangla News

‘জন নায়ক’ দিয়ে অভিনয়কে বিদায়: থালাপতি বিজয়ের শেষ উপহার

abn
abn

দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয় অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন! তাঁর ৬৯ তম চলচ্চিত্র ‘জন নায়ক’ই হবে তাঁর শেষ চলচ্চিত্র। এবার তিনি পুরোদমে রাজনীতিতে যোগ দিচ্ছেন।

১৯৮৪ সালে শিশুশিল্পী হিসেবে ‘ভেট্রি’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করা বিজয় দীর্ঘদিন ধরে দক্ষিণী চলচ্চিত্রের সেরা অভিনেতাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‘কুশি’, ‘পক্কিরি’, ‘মেরসাল’সহ একাধিক সুপারহিট সিনেমা দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোট: গ্রেটেস্ট অব অল টাইম’ বক্স অফিসে প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করে।

‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে। সিনেমার ফার্স্ট লুক ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে তিনি সাদা পোশাক পরে জনগণের মধ্যে দাঁড়িয়ে আছেন। সিনেমাটি পরিচালনা করছেন এইচ বিনোদ। পুজা হেগড়ে, মমিতা বাইজু ও ববি দেওলও এই সিনেমায় অভিনয় করবেন। সিনেমার সুরারোপ করবেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুধ রবিচন্দন।

বিজয়ের রাজনৈতিক দল ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং তিনি বেশকিছু জনসভা করেছেন। জনগণের অভূতপূর্ব সাড়া পেয়ে তিনি রাজনীতিতে আরও বেশি মনোযোগ দিতে চাইছেন।

এই সিনেমাটি কি বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট হবে? এই প্রশ্নের উত্তর মুক্তির পরেই পাওয়া যাবে। তবে দর্শকরা অবশ্যই তাদের প্রিয় তারকাকে শেষবার বড় পর্দায় দেখার জন্য উন্মুখ।