All Bangla News

১৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে ৩ দিনব্যাপী আইসিটি মেলা

abn
abn

তরুণ প্রজন্মকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে যুক্ত করতে এবং সাধারণ জনগণ এবং ব্যবহারকারীদের প্রযুক্তির সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে আগামী ১৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে তিন দিনব্যাপী আইসিটি মেলা শুরু হতে যাচ্ছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অব বাংলাদেশ (আইএসপিএবি) চট্টগ্রাম চ্যাপ্টার এ মেলার আয়োজন করেছে।

চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে তৃতীয় বারের মতো আয়োজিত এই মেলায় তরুণ প্রজন্ম, আইসিটি উদ্যোক্তা এবং প্রযুক্তিপ্রেমীদের সংযুক্ত করার জন্য একটি বিশেষ মঞ্চ হিসাবে কাজ করবে বলে বিশ্বাস আয়োজনকারীদের।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আইএসপিবির সহ-সভাপতি ও চট্টগ্রাম আইসিটি মেলা ২০২৫-এর আহ্বায়ক মো. আনোয়ারুল আজিম।

সোমবার নগরীর আগ্রাবাদে এক সংবাদ সম্মেলনে আনোয়ারুল আজিম বলেন, ‘চট্টগ্রামে প্রায় ২০০টি প্রতিষ্ঠান আইসিটি খাতে কাজ করছে। আমরা এই মেলার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি সংযুক্ত করতে চাই, যাতে তারা নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারে। এই মেলায় দেশি-বিদেশি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান ও আইটি সেক্টেরে কাজ করা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *