All Bangla News

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৪ মার্চ) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা পুস্পস্তবক অর্পণ ও সূরা ফাতেহা পাঠ। এছাড়া সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভাসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন।

রুহুল কবির রিজভী বলেন, ২৬ মার্চ (বুধবার) ভোর ৬টায় নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতা-কর্মীর জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল সাড়ে ৮টার মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হবে। 

জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা পুস্পস্তবক অর্পণ ও সূরা ফাতেহা পাঠ করবেন। ওইদিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

এছাড়া সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভাসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। সব ইউনিটের সর্বস্তরের নেতা-কর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হয়েছে।