All Bangla News

সিলেটের সাদাপাথর এখন বালুর মাঠ, লুট কয়েকশ কোটি টাকার পাথর

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর এখন বালুময় বিরাণভূমি। গত এক সপ্তাহে কয়েকশ’ কোটি টাকার পাথর লুটে নিয়েছে পাথরখেকো চক্র। বিশাল সাদা পাথরে ঘেরা মনোরম এই এলাকা এখন ফাঁকা, পর্যটকশূন্য।

গতকাল সকালে সাদাপাথরে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন ফটোগ্রাফার আলমগীর আলম। লাইভ ভিডিওতে তিনি পর্যটকদের উদ্দেশে বলেন, “আপনারা আর সাদাপাথর এসে দেখবেন কী! পাথর নেই, শুধু বালু।”

স্থানীয়দের অভিযোগ, যন্ত্রদানব ‘সেভ মেশিন’ বসিয়ে প্রতিদিন শ’ শ’ নৌকা দিয়ে চলছে পাথর লুট। বালুর নিচের পাথরও খুঁড়ে তোলা হচ্ছে। এতে চোরাবালির ঝুঁকি বেড়ে পর্যটকদের জন্য এলাকা হয়ে উঠছে মরণফাঁদ।

সাদাপাথর ফটোগ্রাফি সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সুমন জানান, পাথর লুট বুধবারই শেষ হয়ে গেছে। এখন চলছে মাটি খুঁড়ে পাথর তোলার কাজ। প্রতিদিন কোটি কোটি টাকার পাথর চলে যাচ্ছে, কিন্তু প্রশাসনের অভিযান শেষ হলেই ফের লুটপাট শুরু হয়।

ভোলাগঞ্জের স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহে হাজার হাজার নৌকা দিয়ে অন্তত ৪০০-৫০০ কোটি টাকার পাথর লুট হয়েছে। রাতে লুটের গতি দ্বিগুণ। মেশিনের শব্দে এলাকা কেঁপে ওঠে। পানি বেড়ে যাওয়ায় পর্যটকেরা সাদাপাথরে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আলম মাহমুদ আদনান জানান, খবর পেয়ে গতকাল বিকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টাস্কফোর্স অভিযান চালিয়েছে, পুলিশ সহযোগিতা দিয়েছে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চললেও পাথর লুট থামেনি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের মতে, সাদাপাথর জিরো পয়েন্ট হওয়ায় এখানে দায়িত্বে থাকে বিজিবি সদস্যরা। অতীতে পাথরখেকোদের প্রতিরোধে তারা হামলার শিকারও হয়েছেন। সাম্প্রতিক সময়ে অপপ্রচারের কারণে তারা নীরব থাকায় লুটপাট বেড়েছে।

সিলেটের অন্যতম এই পর্যটন স্পট এখন পর্যটকের পদচারণা নয়, বরং পাথর লুটের করুণ চিত্রে ভরপুর। প্রশাসনের স্থায়ী সমাধান ছাড়া এই প্রাকৃতিক সৌন্দর্য আর ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে আশঙ্কা স্থানীয়দের।