All Bangla News

সিরাজগঞ্জের আলোচিত  চাচা-ভাতিজা হত্যা মামলায় গ্রেফতার ৩

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বহুল আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। শনিবার (২২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব-১২’র সদর দপ্তরের কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সুরুজ্জামান শেখের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাকের ছেলে ফেরদৌস শেখ (১৮)। লাশ উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১২। বাকি আসামিদের ধরার প্রক্রিয়াও চলমান।

র‍্যাব-১২ জানায়, লাশ উদ্ধারের পর থেকে প্রকৃত ঘটনা উদঘাটন ও আসামিদের ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় রায়গঞ্জ থানার বৈকন্ঠপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৬ মার্চ রাতে ১০টার দিকে রায়গঞ্জ থানার বৈকন্ঠপুর বাজার এলাকা থেকে নিখোঁজ হন মোঃ রিয়াজ উদ্দিন সেখ (২১) ও মোঃ হৃদয় সেখ (১৮)। পরিবারের সদস্যরা ঘটনার পরদিন সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুজি করে না পেয়ে রায়গঞ্জ থানায় জিডি করে। পরে ২০ মার্চ বিকেলে রায়গঞ্জ থানাধীন বেংনাই মৌজাস্থ ভেড়াদহ এলাকায় ব্রীজের নিচে কচুড়িপানা ও কাদাপানির মধ্যে তাদের মরদেহ ভেসে ওঠে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *