All Bangla News

সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত

abn
abn

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (২৭ জানুয়ারি) রাতে পবিত্র শবে মেরাজ পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র শবে মেরাজ উপলক্ষে সোমবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিরাজুন্নবির (সা.) গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন। 

এই মেরাজের মাধ্যমেই নামাজ মুসলমানদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহতায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। হিজরি সালের ২৬ রজব দিবাগত রাতে এটি পালিত হয়ে থাকে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর এই রাতের সফরকে দুইভাগে ভাগ করা হয়। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে ‘ইসরা’ এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে আরশে আজিম সফরকে ‘মেরাজ’ বলা হয়।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *