All Bangla News

সামাজিক মাধ্যমে আলোচনায় রিপন, প্রশংসায় তাসনুভা তিশা

abn
abn

নেপাল ভ্রমণের কনটেন্টে আলোচনায় রিপন, প্রশংসায় মেতেছেন তারকারাও

সামাজিক মাধ্যমে ফের আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সম্প্রতি নেপাল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত তাঁর ভ্লগগুলো ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। দর্শকদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও এবার রিপনের কনটেন্টে মুগ্ধতা প্রকাশ করছেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি রিপনের ভ্লগ দেখে প্রকাশ করেছেন নিজের আবেগময় প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘এতো সুন্দর ভ্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি। রিপন ভাই এতো জেনুইন কীভাবে করে আল্লাহ জানে।’

তিশা জানান, রিপনের জনপ্রিয় কিছু সংলাপ এখন তার মুখস্ত! যেমন—

  • ‘লাম্পা একটা ঘুম দিয়া লাইছি’
  • ‘গাড়ির মধ্যে হামাইলাম’
  • ‘ঘুমতে উডলে একটা রঙ চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না’
  • ‘এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম’

রিপনের এই স্বতঃস্ফূর্ত ও সাবলীল উপস্থাপনাতেই মুগ্ধ অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘এতো সুন্দর ডায়লগ কিভাবে দেয় মানুষ! আর ওনাকে এতো ন্যাচারাল লাগে… তা বলে বুঝানো যাবে না।’

শুধু সাধারণ দর্শক নয়, এখন বিনোদন জগতের অনেকে রিপনের কনটেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাঁর নিজস্ব ভাষাভঙ্গি, ব্যতিক্রমী উপস্থাপনা ও প্রাণবন্ততা কনটেন্ট জগতে তাঁকে এনে দিয়েছে বিশেষ স্বকীয়তা।

তাসনুভা তিশার এই উচ্ছ্বসিত মন্তব্য থেকেই বোঝা যায়, রিপন মিয়া এখন কেবল কন্টেন্ট ক্রিয়েটর নন—তিনি হয়ে উঠছেন ভিন্নধর্মী এক তারকা, যার জাদুতে মুগ্ধ সবাই।