All Bangla News

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তৃতীয় দফায় আরও বাড়ল ৬০ দিন

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ তৃতীয় দফায় আরও ৬০ দিন বাড়িয়েছে। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার আওতায় রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে আগামী ৬০ দিন সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলবৎ থাকবে।

এই ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২-এর অধীন অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৬০ দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করে। এরপর থেকে এ পর্যন্ত তিন দফায় ৬০ দিন করে এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *