All Bangla News

শেষ মুহূর্তে মেসি ম্যাজিক, মায়ামির স্বপ্নময় জয়

abn
abn

শেষ মুহূর্তে দুর্দান্ত অ্যাসিস্টে ম্যাচ জেতালেন আর্জেন্টাইন মহাতারকা

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই চেনা মেসি-ম্যাজিক। বাংলাদেশ সময় আজ সকালে লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব আটলাসের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ২-১ গোলের নাটকীয় জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। তাঁর দুটি নিখুঁত অ্যাসিস্টে গোল করেন তেলাসকো সেগোভিয়া ও মার্সেলো ভিগান্ট।

দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে মেসির পাস থেকেই আসে ম্যাচের প্রথম গোল। সমতা ফেরায় আটলাস ৮২ মিনিটে, গোল করেন রিভালদো লোজানো। তবে নাটকীয় মুহূর্ত আসে যোগ করা সময়ের একেবারে শেষে—মেসির আরেকটি পাস থেকে জয়সূচক গোলটি করেন ভিগান্ট। প্রথমে অফসাইডের অভিযোগ উঠলেও ভিএআর দেখে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

মেসির ব্যক্তিগত পরিসংখ্যানও উজ্জ্বল—জুলাই মাসেই করেছেন ৮ গোল, অ্যাসিস্ট ৫টি। এরই মধ্যে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তাঁর হাতে। অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও সতীর্থ জর্দি আলবা এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই যেন নিজের দায়িত্বশীলতা ও জবাব দুটোই মাঠে বুঝিয়ে দিলেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও এগিয়ে যেতে পারেনি। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো তিনটি দুর্দান্ত সেভ করে দলের জন্য বড় ভূমিকা রাখেন, আর লুইস সুয়ারেজের একটি শট লাগে ক্রসবারে।

এদিন ম্যাচটি ছিল আরেক আর্জেন্টাইন রদ্রিগো দি পলের অভিষেক। ইন্টার মায়ামিতে নতুন চুক্তিতে যোগ দেওয়া এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার প্রথমবারের মতো ক্লাব ফুটবলে মেসির সঙ্গে খেললেন। জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে একসঙ্গে খেলা এই জুটি এখন মায়ামির হয়েও গড়ে তুলতে চলেছে সোনালি বোঝাপড়ার নতুন অধ্যায়।

মেসির ফর্ম, নতুন সংযোজন আর ইন্টার মায়ামির দৃঢ় আত্মবিশ্বাস—সব মিলিয়ে দলের সামনে এখন অনেক সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে।