All Bangla News

শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানের সিরিজ জয়

abn
abn

শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে ১৩ রানের জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ১৭৬ রানে।

ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের চোখে তখনও জয়ের আশা—ক্রিজে ছিলেন শেরফান রাদারফোর্ড, ৫১ রানে অপরাজিত। শেষ ওভারে দরকার ছিল ২৫ রান। তবে পাকিস্তানের অভিজ্ঞ পেসার হাসান আলী প্রথম বলেই দেন ডট, আর দ্বিতীয় বলেই রাদারফোর্ড তুলে দেন ক্যাচ—সরাসরি বাউন্ডারিতে।

শেষ চার বলে গুড়াকেশ মোতির একটি চার ও একটি ছয় এলেও তা ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না।

যদিও জয় এসেছে শেষ ওভারে, তবে পাকিস্তানের জয়ের ভিত্তি গড়ে দেন দুই বোলার—সুফিয়ান মুকিম ও হারিস রউফ। যেখানে পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৫৯ রান, মাঝের ওভারে এই দুই বোলার tight লাইন-লেংথে চেপে ধরেন প্রতিপক্ষকে।

১৬ ওভার শেষে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ২৪ বলে ৪৯ রান। রউফ ১৭তম ওভারে দেন মাত্র ৮ রান, আর মুকিম ১৮তম ওভারে দেন মাত্র ৩ রান। এ ওভারেই বোল্ড করে দেন আগের ম্যাচের নায়ক জেসন হোল্ডারকে। বাঁহাতি স্পিনার মুকিম চার ওভারে দেন মাত্র ২০ রান, নেন গুরুত্বপূর্ণ ১ উইকেট। রউফ ১৯তম ওভারে খান ১৩ রান, তবে ততক্ষণে রানের চাপ বাড়তে থাকে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। দুজনের ব্যাটে ১৩৬ রানের জুটি আসে। ফারহান ৫৩ বলে ৭৪ (৫ ছক্কা, ৩ চার) ও সাইম ৪৯ বলে করেন ৬৬ রান (২ ছক্কা, ৬ চার)। এরপর শেষ দিকে হাসান নওয়াজের ৭ বলে ১৫ ও খুশদিল শাহর ৬ বলে ১১ রানে ভর করে পাকিস্তান তোলে ১৮৯ রানের লড়াকু স্কোর।

ম্যাচ জিতে শুধু সিরিজ নয়, আত্মবিশ্বাসও ঘরে তুলেছে বাবর আজমের দল।