All Bangla News

শাহরুখের কাছে কী টিপস চাইলেন কার্তিক

abn
abn

এই প্রজন্মের বলিউড নায়কদের মধ্যে জনপ্রিয় কার্তিক আরিয়ান। গত বছরই তিনি ‘ভুল ভুলাইয়া ৩’-এর হিট সিনেমা উপহার দিয়েছেন। শাহরুখ খানের জনপ্রিয়তা নিয়ে বলার কিছু নেই। ২০২৩ সালে তিন সুপারহিট সিনেমা দিয়ে প্রত্যাবর্তন স্মরণীয় করে রেখেছিলেন তিনি। তবে পর্দায় একসঙ্গে দেখা যায়নি শাহরুখ ও কার্তিককে। তবে আইফার জমকালো আসর মিলিয়ে দিল তাঁদের। খবর হিন্দুস্তান টাইমসের

গতকাল শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে আয়োজন করা হয় আইফা ২০২৫-এর প্রি-ইভেন্ট। এখানেই হাজির ছিলেন শাহরুখ খান ও কার্তিক আরিয়ান।

লতি বছর আইফা অ্যাওয়ার্ডস হবে রাজস্থানের জয়পুরে। এবার বসতে চলেছে আইফার ২৫তম সংস্করণের আসর। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন কার্তিক। তাই সিনিয়র শাহরুখের কাছ থেকে সঞ্চালনার টিপস নিলেন কার্তিক। শুধু তা–ই নয়, শাহরুখ কার্তিককে রীতিমতো রাজস্থানি ভাষাও শেখালেন।

শাহরুখ বলেন, ‘কার্তিক আইফার ২৫তম সংস্করণের সঞ্চালনা করতে যাচ্ছেন। যাতে আমি তাঁর হাতে ব্যাটন তুলে দিতে পারি, জয়পুরে কীভাবে শুরু করবেন, সেটা আমি ওকে শিখিয়ে দিতে পারি।’

এদিন শাহরুখ অনুষ্ঠানে হাজির হন কালো শার্ট, প্যান্ট ও ব্লেজারে। তবে শাহরুখের সাজে সবচেয়ে বড় চমক ছিল তাঁর কানের কাফ। অন্যদিকে সাদা শার্ট, টাই ও নীল ব্লেজারে করপোরেট লুকে দেখা গেল কার্তিককে।

অনুষ্ঠানে হাজির ছিলেন নোরা ফতেহিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী ও রাজ্যটির লোকশিল্পীরা। আগামী ৮ ও ৯ মার্চ জয়পুরে বসবে আইফার ২৫তম আসর।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *