All Bangla News

যুক্তরাষ্ট্রজুড়ে চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান

abn
abn

যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই)-এর নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযানে ৯শ’ ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৬ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইসিই। অভিযানে আইসিইর পাশাপাশি অংশ নিয়েছে এফবিআই ও ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনসহ (ডিইএ) বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, যেমন শিকাগো, নিউয়ার্ক (নিউ জার্সি) ও মিয়ামিতে পরিচালিত এই অভিযানে সম্প্রসারিত ক্ষমতাসম্পন্ন একাধিক ফেডারেল সংস্থা অংশ নেয়।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের ব্যাপকহারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।  ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি ২১টি নির্বাহী আদেশ জারি করেছেন।