All Bangla News

মেজর সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৯ মে আলোচিত এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। একই দিনে রায়ের জন্য ২ জুন নির্ধারণ করা হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর নিহতের বোনের করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন।

সেই রায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ছয় আসামিকে যাবজ্জীবন এবং সাতজনকে খালাস দেওয়া হয়।

যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তারা হলেন– বাহারছড়া তদন্ত কেন্দ্রের বরখাস্ত এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা, এবং মামলার সাক্ষী হিসেবে থাকা শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন, মো. নেজামউদ্দিন ও আয়াজ উদ্দিন।

বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নিয়ম অনুসারে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন। আজ হাইকোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করল।