।। ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ) নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিট দায়ের করেছেন। এছাড়াও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে রিটে।
রোববার (১৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দাখিল করা হয়। আইনজীবী ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে জানান, বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়েছে। আগামীকাল সোমবার শুনানির জন্য এটি কার্যতালিকায় যুক্ত হবে।
গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদকে (৩৯) নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাকে পিটিয়ে, ইট-পাথর দিয়ে আঘাত করে মাথা ও শরীর ক্ষতবিক্ষত করা হয়। পরে তাকে বিবস্ত্র করে শরীরের ওপর লাফানো হয়। ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা যায়, একদল যুবক এই বর্বরোচিত কর্মকাণ্ডে অংশ নেয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এদিকে, লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগমের করা মামলায় টিটন গাজীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন—মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও মনির (ছোট মনির)। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র জনরোষ তৈরি হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও শাস্তির দাবি জানাচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।