।। নিউজ ডেস্ক ।।
পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক” আখ্যা দিয়ে তিনি বলেন, “একটি সভ্য দেশে এমন ঘটনা কখনোই কাম্য নয়। যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের কেউই রেহাই পাবে না।”
ইতিমধ্যে এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে আরও একজন আটক হয়েছেন। এর আগে র্যাব অস্ত্রসহ দুইজনকে আটক করে। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে আরও দুইজন ধরা পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডিবির একটি বিশেষ টিমও ঘটনা তদন্তে কাজ করছে। “ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে,” বলেন তিনি।
বিচার প্রক্রিয়া ধীরগতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়, তবে বিচার ব্যবস্থার গতি অনেকাংশে আদালতনির্ভর।” পাশাপাশি, চাঁদপুরের সাম্প্রতিক ঘটনার উদাহরণ টেনে তিনি জনগণকে “আইন নিজের হাতে না নেওয়ার” আহ্বান জানান।