All Bangla News

মাধুরী বললেন, ‘জেন–জিদের থেকে অনেক কিছু শিখতে পারি’

abn
abn

অনেকে বলেন, বলিউডের শেষ নারী সুপারস্টার মাধুরী দীক্ষিত। তাঁর অভিনয়, সৌন্দর্য আপামর সিনেমাপ্রেমীদের আজও মুগ্ধ করে। কিছুদিন আগে ভুল ভুলাইয়া ৩ ছবিতে নাচে-অভিনয়ে মাতালেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউড ও নিজের ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলেছেন মাধুরী।

‘দ্য ফেম গেম’, ‘মজা মা’, ‘ভুল ভুলাইয়া ৩’-এ নতুন প্রজন্মের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন মাধুরী। তাঁদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘নতুনদের সঙ্গে কাজ করা মানে নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু শেখা। আমি মনে করি, এ প্রজন্মের অভিনেতারা কাজের প্রতি দারুণ নিবেদিত আর নিয়মানুবর্তিতার মধ্যে থাকে। সময়কে ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে।’

ইদানীং বলিউডে নারীকেন্দ্রিক ছবির সংখ্যা বেড়েছে। ছবি বা সিরিজের চিত্রনাট্যে পুরুষের পাশাপাশি নারীকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব নিয়েও কথা বলেন মাধুরী, ‘একটা সময় ছিল যখন নারীরা সাইডলাইনে থাকতেন। বিশ্বাস করুন, তাঁদের ছবিতে রাখা হতো শুধু চোখের শান্তির জন্য। কিন্তু ধীরে ধীরে দিন বদলাচ্ছে। ৪০-৬০-এর দশকে যখন গুরু দত্তের মতো পরিচালকেরা ছিলেন, তখন নারীরা তাঁদের দুনিয়ার কেন্দ্রবিন্দুতে থাকতেন। কিন্তু তারপর অনেক কিছু বদলে যায়। এরপর একটা সময় এল, আমরা যখন আবার পর্দায় শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য থাকতাম। তবে ৯০-এ আবার বদল দেখা যায়।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *