।। নিউজ ডেস্ক ।।
মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এর আগে বুধবার চিকিৎসাধীন অবস্থায় শিশুটির চারবার এবং বৃহস্পতিবার আরও দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (হৃৎস্পন্দন বন্ধ) হয়। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার সূত্রপাত ৫ মার্চ, যখন শিশুটি মাগুরায় তার বোনের বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখানে গভীর রাতে সে ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার রাতে শিশুটির অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর শনিবার (৮ মার্চ) বিকেলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে সর্বোচ্চ চিকিৎসা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
ধর্ষণের ঘটনায় শিশুটির মা চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজিব (১৮), সজিবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) এবং মা জাবেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে।
এই মর্মান্তিক ঘটনায় সমাজের বিভিন্ন স্তরে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। শিশুটির পরিবার ন্যায়বিচার চেয়েছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।