।। নিউজ ডেস্ক ।।
মাগুরায় আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামির রিমান্ড শুনানি রবিবার দিবাগত রাত ১২টার দিকে অনুষ্ঠিত হয়েছে। মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন শুনানি শেষে মামলার মূল আসামি ভুক্তভোগী শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে সাত দিন এবং অন্য আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, রবিবার সকাল থেকেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করেন। এ কারণে নিরাপত্তাজনিত পরিস্থিতির অবনতি হওয়ায় আসামিদেকে নির্ধারিত সময়ে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৫ মার্চ দিবাগত রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানেই সে ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে শিশুটি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।