All Bangla News

মহেশ বাবুর নতুন সিনেমার ফার্স্ট লুক শেয়ার করলেন রাজামৌলি

abn
abn

দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা এসএস রাজামৌলি তাঁর পরবর্তী সিনেমায় তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে নিয়ে কাজ করছেন। গত শনিবার মহেশ বাবুর জন্মদিনে রাজামৌলি ফার্স্ট লুক শেয়ার করে সিনেমাটির প্রতি দর্শকদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছেন।

‘বাহুবলী’ এবং ‘আরআরআর’ সিনেমার নির্মাতা এসএস রাজামৌলির পরবর্তী প্রোজেক্ট নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। নির্মাতা আগেই ঘোষণা করেছেন যে তাঁর নতুন সিনেমায় মহেশ বাবু প্রধান ভূমিকায় থাকবেন।

গত শনিবার মহেশ বাবুর জন্মদিনে রাজামৌলি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টে ফার্স্ট লুক প্রকাশ করেন। ছবিতে মহেশ বাবুর বুকের ক্লোজ-আপ দেখা যায়, যেখানে ভগবান শিবের ত্রিশূল এবং ষাঁড় নন্দীর মূর্তির দুল পরা ছিল।

রাজামৌলি ক্যাপশনে লিখেছেন, ‘২০২৫ সালের নভেম্বরে প্রথম টিজার প্রকাশ হবে’, সাথে যোগ করেছেন নতুন হ্যাশট্যাগ ‘#Globetrotter’। যদিও ছবিটির ওয়ার্কিং টাইটেল ছিল এসএসএমবি২৯, নির্মাতা নিশ্চিত করেছেন এই নাম চূড়ান্ত নয়। তবে এখনো ছবির অফিসিয়াল নাম প্রকাশ করা হয়নি।

পূর্বে কিছু সূত্রে শোনা গেছে ছবিটির নাম হতে পারে ‘গরুড়’, ‘মহারাজ’ কিংবা ‘জেনারেল ৬৩’। তবে এসব তথ্য এখনও নিশ্চিত নয়। ছবির গল্প, অন্যান্য অভিনেতা ও মুক্তির তারিখ সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

অন্যদিকে, মহেশ বাবুর শেষ ছবি ছিল ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘গুন্টুর করম’, যা পরিচালনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এছাড়া তিনি ‘মুফাসা: দ্য লায়ন কিং’ এর তেলুগু সংস্করণে মুফাসার চরিত্রের কণ্ঠ দিয়েছেন, যা গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছে।

এসএস রাজামৌলি ২০২২ সালে ‘আরআরআর’ মুক্তির পর নতুন কোনো সিনেমা করেননি। ‘আরআরআর’ সিনেমাটি রাম চরণ, জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাটের অভিনয়ে ব্যাপক সাফল্য লাভ করে।

রাজামৌলির নতুন সিনেমা এবং মহেশ বাবুর অভিনয় নিয়ে দর্শক ও সমালোচকদের আগ্রহ তীব্র, আর ২০২৫ সালের নভেম্বরে টিজারের অপেক্ষায় রয়েছে পুরো সিনেমা ইন্ডাস্ট্রি।