All Bangla News

ভুল চিকিৎসায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি

abn
abn

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন রোগীর মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন তাদের স্বজনরা।

অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া, একজন সেবিকাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই রোগীর মৃত্যু হয়।

তারা হলেন—কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার বাসিন্দা মনিরুজ্জামান মল্লিক (৩২) ও নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের জহিরুল ইসলাম (২২)।

মনিরুজ্জামানের বাবার নাম ফালু মিয়া। তিনি একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। জহিরুলের বাবার নাম আব্দুল কাদির।

স্বজনরা জানিয়েছেন, অস্ত্রোপচারের প্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা নাদিরা বেগম ওয়ার্ডের শয্যায় দুজনকে ইনজেকশন পুশ করেন। এরপর কিছুক্ষণের মধ্যেই দুজনের মৃত্যু হয়।

তাদের দাবি, অস্ত্রোপচার কক্ষে অ্যানেসথেশিয়ার ইনজেকশন দেওয়ার কথা থাকলেও সেটি ওয়ার্ডেই দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মনিরুজ্জামান ও জহিরুলের মৃত্যুর পর তাদের স্বজনরা বিক্ষোভ শুরু করেন এবং তারা নাদিরা বেগমের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার ডেইলি স্টারকে বলেন, ‘ইতোমধ্যে সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *