।। নিউজ ডেস্ক ।।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন ডুয়েলগেজ ডাবল লাইন সম্বলিত যমুনা রেলসেতুতে চলাচলকারী সকল ট্রেনের ভাড়া বাড়বে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে যমুনা রেলওয়ে সেতু আনুষ্ঠানিক উদ্ধোধনের পর সয়দাবাদ রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আগে যমুনা সেতুর রেললাইন দিয়ে পণ্যবাহী ভারী ট্রেন চলাচল করতে পারতো না। কিন্তু এখন এই রেলসেতু দিয়ে তা করতে পারবে। তাই নিয়মানুযায়ী ট্রেনের ভাড়া বৃদ্ধি পাবে।
সচিব বলেন, সেতুটি ঢাকার সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে রেলযাত্রায় সময় কমবে ৩০ মিনিটের বেশি। জনগন যেন সেতুর পুরোপুরি সুফল পায়, সেজন্য নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে সেতুর দুই প্রান্তে ডাবল রেলপথ নির্মাণ করা হবে।
ফাহিমুল ইসলাম বলেন, এ সেতু দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। সেতুটি পার হতে লাগবে মাত্র ৩ মিনিট। আগে ২৫ থেকে ৩০ ত্রিশ মিনিট সময় লাগত। এখন সেতুটি দিয়ে যাত্রীবাহী ট্রেন ছাড়াও নির্বিঘ্নে চলাচল করতে পারবে পণ্যবাহী ট্রেন।
১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই রেলসেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। সেতুটি উদ্বোধনের মধ্যে দিয়ে দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হলো। এতে করে উত্তরবঙ্গবাসীর সময় ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।