ভারতের শীর্ষ সংগীতশিল্পী অরিজিৎ সিং এবার নাম লেখাচ্ছেন পরিচালনায়। জানা গেছে, পশ্চিমবঙ্গের বোলপুরে চলছে তাঁর প্রথম হিন্দি ছবির সেট নির্মাণের কাজ। ছবির সম্ভাব্য নাম ‘ভয়’।
স্থানীয় সূত্রে জানা যায়, অরিজিৎ নিজেই উপস্থিত থেকে ছবির সেট তৈরির কাজ তদারকি করছেন। শুধু তদারকিই নয়, নির্মাণকাজেও হাত লাগাতে দেখা গেছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে তার হাতুড়ি হাতে পেরেক পোঁতা ভিডিও।
অরিজিৎ বরাবরই সাদামাটা জীবনযাপন পছন্দ করেন। জিয়াগঞ্জে থাকলে সাধারণ মানুষের মতো স্কুটিতে বাজার করেন, স্ত্রীকে নিয়েও ঘুরে বেড়ান। এবার পরিচালনার ক্ষেত্রেও সেই সহজ-সরল মনোভাবই প্রতিফলিত হচ্ছে।
গান থেকে পরিচালনায় এই রূপান্তর নিয়ে অরিজিৎ এখনো আনুষ্ঠানিক কিছু জানাননি। তবে তাঁর উপস্থিতি ঘিরে বোলপুরে শুরু হয়েছে উত্তেজনা ও ভক্তদের ভিড়।
উল্লেখ্য, ‘সাইয়ারা’ ও ‘স্যাফায়ার’-এর মতো হিট গানের শিল্পী অরিজিৎ বর্তমানে স্পটিফাইয়ে ভারতের সর্বোচ্চ শোনা গায়ক। এবার দেখা যাক, পরিচালকের আসনেও তিনি দর্শকদের মন জয় করতে পারেন কি না।