All Bangla News

ব্রাজিলের অসহায় আত্মসমর্পণ, বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যা নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে দ্রুততম। যদিও ব্রাজিলের ম্যাচে ড্র করলেও তারা বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারতো। তবে বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আগেভাগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

বুয়েন্স‌ আইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার সকালে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সুপার ক্লাসিকোতে জেতার জন্য মাঠে নামলেও খেলার শুরুতেই সে স্বপ্ন ভেস্তে যায় ব্রাজিলের। ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় ব্রাজিলের ওপর প্রথম আঘাত আর্জেন্টিনার। দুই ডিফেন্ডার গিয়ের্মে আরানা ও মুরিলোর মাঝে বল পেয়ে গোল করেন আলভারেজ।

ম্যাচের ২০ মিনিট না যেতেই সেলেসাওদের বিপক্ষে জোড়া গোলের লিড নেয় আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধে এক গোল দিয়ে ম্যাচে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। ৩০তম মিনিটে ব্রাজিলের হয়ে গোল করেন ম্যাথিয়াস কুনহা। তবে সে আশায় পানি ঢেলে দেন ম্যাক অ্যালিস্টার। শেষে ৪-১ গোলের ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিবিহীন আর্জেন্টিনা।

খেলা শুরুর আগেই ব্রাজিলের ডিফেন্সে মনোবল ভেঙে দেয় হুলিয়ান আলভারেজ আর এনজো ফার্নান্দেজের কৃতিত্ব। ব্রাজিলের হয়ে কুনহা এক গোল শোধ করলেও ম্যাক অ্যালিস্টার ৩৮ মিনিটে ফের লিড দ্বিগুণ করেন। এই গোলের পরেই তর্কযুদ্ধে জড়ান দুই দলের ফুটবলাররা। এজন্য দেখতে হয়েছে হলুদ কার্ডও।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭১তম মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন আলমাদার বদলি হিসেবে নামা গুইলিয়ানো সিমিওনে। তিনি ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে এগিয়ে যান। তার ক্ষিপ্রতার কাছে একপ্রকার পরাস্তই হতে হয়েছে ব্রাজিলিয়ান গোলরক্ষক বেনতো ম্যাথিউসকে। আর্জেন্টিনার হয়ে সবশেষ গোলটি ব্রাজিলের জালে জড়ান সিমিওনে।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ম্যাচের আগে কোনোপ্রকার রাখঢাক না রেখেই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনিয়া রোমারিওর সঙ্গে ‘রোমারিও টিভি’ পডকাস্টে বলেছিলেন, ‘আমরা ওদের (আর্জেন্টিনা) গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’

রাফিনিয়ার ওই মন্তব্য আর্জেন্টিনা ভক্তদের গায়ে জ্বালা ধরিয়ে ছিল। তবে খেলার মাঠে রাফিনিয়ার কথার জবাব ফুটবলে দেখিয়েছেন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ভক্তদের মনকে গোলবৃষ্টিতে সিক্ত করে দেখিয়েছেন। প্রথমার্ধেই তিন গোল দিয়ে ভক্তদের তৃপ্তি এনে দিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের অসহায় আত্মসমর্পণ দেখে ভক্তদের মনে বইছে খুশির জোয়ার।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *