।। ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহত ও আহতদের সর্বশেষ সংখ্যা জানিয়েছে আন্তঃসেবা জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নিম্নোক্ত হাসপাতালগুলোতে ২০ জনের মৃত্যু হয়েছে, জাতীয় বার্ন ইনস্টিটিউট: ২ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল: ১ জন, ঢাকা সিএমএইচ: ১২ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটাল: ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল: ২ জন, উত্তরা আধুনিক হাসপাতাল: ১ জন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন, কুয়েত মৈত্রী হাসপাতাল: ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৭০ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল: ৩ জন, ঢাকা সিএমএইচ: ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ১ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল: ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন।
আইএসপিআর জানায়, ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও চিকিৎসকদের দল তৎপর রয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।