।। নিউজ ডেস্ক ।।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীতে ড. জিয়াউদ্দীন হায়দার মনোনীত। সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে ড. জিয়াউদ্দীন হায়দারকে মনোনীত করা হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ড. জিয়াউদ্দীন হায়দারের এই নতুন দায়িত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে অনিবার্য কারণে স্থগিত করা দোয়া ও ইফতার মাহফিলের নতুন তারিখ নির্ধারণ করেছে বিএনপি। রোববার (৯ মার্চ) দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ মার্চ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই মাহফিলে দলীয় নেতারা অংশগ্রহণ করবেন এবং রাজনৈতিক আলোচনা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।