All Bangla News

বিএনপির সংস্কার শুধু দাবি নয়, এটি দলের প্রতিশ্রুতি; নজরুল ইসলাম খান

abn
abn

।। নিউজ ডেস্ক।।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির সংস্কার শুধু দাবি নয়, এটি দলের প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। এতে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

বৈঠকের শুরুতে নজরুল ইসলাম বলেন, সবকিছুর মূলে জনগণ। জনগণের সম্মতিতে যেন সব হয়। ভালো চাই, খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায়।

তিনি বলেন, রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল। অতীতের অনেক বিজয় আমরা ধরে রাখতে পারিনি। কমিশন ও সরকারকে সহযোগিতা করছি বিজয় যাতে হাতছাড়া না হয়। দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই।

তিনি আরও বলেন, ঐকমত্যে জুলাই সনদ না হলেও বিএনপির ৩১-দফা সনদ আছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা তৈরি করেছিল।

এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য, যার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারি। বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্ন মত নিয়ে আলোচনা করতে চাই। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত। তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল ও সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান অংশ নেন।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *